ফুলদানির ফুল সতেজ রাখার উপায়
প্রকাশিত:
১৪ আগস্ট ২০২২ ০২:২৮
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১২:১৪

জীবনের কোনও বিশেষ মুহূর্তে বা হঠাৎ কোনও কারণে- মন ভাল করতে ফুলের জুড়ি নেই । ফুলের রং বা গন্ধে মন জুড়িয়ে যায় সব বয়সীদের। আবার ফুল দিয়ে ঘর সাজাতে অনেকেই পছন্দ করেন। বসার ঘরে বাহারি ফুলের গন্ধ ছড়িয়ে পড়লে মন্দ লাগে না। আগের দিনে ঘর সাজানোর অন্যতম উপকরণ ছিল বাগানের তাজা ফুল। এখনও ঘরসজ্জার ফ্যাশনে এর ব্যতিক্রম ঘটেনি।
কিন্তু বাজার থেকে টাটকা ফুল কিনে ঘরে আনতেই দুয়েক দিনের মধ্যেই সেই ফুল শুকিয়ে যায়। ফুল কিভাবে সতেজ রাখবেন, জেনে নিন কিছু কৌশল-
১) যে ফুলদানিতে ফুল রাখবেন, তা পরিষ্কার থাকতে হবে।
২) ফুলের কাণ্ড বেশি ছোট করে কাটা যাবে না। কাণ্ড কাটার সময় ৪৫ ডিগ্রি কোণ করে কাটুন। তাহলে দীর্ঘ দিন তাজা থাকবে।
৩) ফুলদানিতে কাণ্ডের যে অংশটুকু পানিতে ডোবানো থাকবে, তাতে যেন কোনো পাতা না থাকে, সে দিকে নজর রাখুন। না হলে ফুলে পচন ধরবে তাড়াতাড়ি ।
৪) দু’টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার, দু’চামচ চিনি ও হাফ চা চামচ ব্লিচ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফুলদানিতে ঢেলে দিন। এই মিশ্রণ ফুলগুলিকে বেশি দিন তাজা রাখবে।
৫) দু’দিন অন্তর ফুলদানির পানি পাল্টে ফেলুন।
সম্পর্কিত বিষয়:
ফুল
আপনার মূল্যবান মতামত দিন: