মাটির ফিল্টারের উপকারিতা
প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২০ ১৮:০৮
আপডেট:
৫ সেপ্টেম্বর ২০২০ ০০:০০

আমরা জানি আর্সেনিকসহ ক্ষতিকর নানা রাসায়নিক উপাদান ও পানিবাহিত রোগ থেকে নিরাপদে রাখতে পানির ফিল্টার ব্যবহার করা অন্যতম সেরা উপায়।
আগের দিনে মাটির কলসিতে পানি রাখা হতো, যা ছিল নিরাপদ-জীবাণুমুক্ত ।
সময়ের সঙ্গে সঙ্গে পোড়া মাটির গন্ধ আর সুন্দর রঙে রাঙানো কলসি প্রায় হারাতে বসেছে আমাদের শহুরে জীবন থেকে। কিন্তু মহামারি করোনাকালে আমাদের জীবনযাত্রায় আধুনিক সব পণ্যের সঙ্গে যুক্ত করছি সব প্রাকৃতিক উপাদান। তখন মাটির কলসিই বা কেন হারিয়ে যাবে।
সেই পুরোনো কলসিই ফিরে এসেছে মাটির ফিল্টারের অধুনিক রূপে, তবে গুণ কিন্তু একটুও কমেনি।
আসুন মাটির ফিল্টারে পানি রেখে পান করার উপকারিতাগুলো জেনে নেই
• মাটির পাত্রটাই এক ধরনের ফিল্টার হিসেবে কাজ করে
• এটি ব্যাকটেরিয়া শোষণ করে
• মাটির তৈরি বলে এটি পরিবেশ বান্ধব
• প্লাস্টিকের ফিল্টারের তুলনায় অনেক বেশি ঠাণ্ডা থাকে
• কাদা-মাটি খনিজ উপাদান এবং ইলেক্ট্রম্যাগনেটিক শক্তিতে সমৃদ্ধ
• তাই মাটির পাত্রের পানির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে
• মাটির পাত্রের পানি টেস্টরন ব্যালেন্স করার ক্ষমতা রয়েছে
• যা শরীরের মেটবলিজম বাড়াতে সাহায্য করে
• ঠান্ডার সমস্যা দূর হয়, গলা ভালো থাকে।
পাঁচ থেকে আট লিটার পানি ধারণক্ষমতার মাটির ফিল্টার পাওয়া যায়। এগুলো ৮০০ থেকে এক হাজার ২০০ টাকার মধ্যেই পাওয়া যায়। যত্নসহকারে ব্যবহার করা হলে এই মাটির ফিল্টারগুলো অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: