মঙ্গলবার, ১৫ই এপ্রিল ২০২৫, ২রা বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


পেঁয়াজের রস নাকি তেল— চুল গজাতে কোনটি বেশি উপকারি?


প্রকাশিত:
১২ এপ্রিল ২০২৫ ১২:১৬

আপডেট:
১৫ এপ্রিল ২০২৫ ১৭:৪৭

ছবি সংগৃহীত

চুলের যত্নে পেঁয়াজের উপকারিতার কথা অনেকেই জানেন। এর গুনাগুণ চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এমনটাই মত বহুজনের। কিন্তু কীভাবে এটি ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল মেলে, সেই তর্কের অবসান এখনও হয়নি।

অনেকে পেঁয়াজ থেঁতলে এর রস বের করে মাথায় মাখেন কেউবা আবার ব্যবহার করে পেঁয়াজের তেল। আসলে কোনভাবে পেঁয়াজ ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়? চলুন বিস্তারিত জেনে নিই-

পেঁয়াজের রস আর পেঁয়াজের তেল দুটোই পেঁয়াজ থেকে তৈরি। তবে এর নিষ্কাশন পদ্ধতি এবং প্রয়োগের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে।

পেঁয়াজের রস: পেঁয়াজ বেটে ঝাঁঝরি বা ছাঁকনিতে পিষে এর রস বের করা হয়।

পেঁয়াজের তেল: পেঁয়াজের নির্যাসের সঙ্গে উদ্ভিজ্জ তেল মিশিয়ে পেঁয়াজের তেল তৈরি করা হয়।

পেঁয়াজের রসের উপকারিতা

পেঁয়াজের রসে রয়েছে প্রচুর পরিমাণে সালফার। এই উপাদানটি চুলের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

চুলের গোড়াকে উদ্দীপিত করে

পেঁয়াজের রসে থাকা সালফার যৌগ চুলের গোড়াকে উদ্দীপিত করতে পারে এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করতে পারে। ফলে চুলের বৃদ্ধি তরান্বিত হয়।

ত্বকের সংক্রমণের বিরুদ্ধে লড়ে

পেঁয়াজের রসে অ্যান্টি মাইক্রোবায়াল বৈশিষ্ট্য রয়েছে। এটি খুশকি ও মাথার ত্বকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। পাশাপাশি চুলের বৃদ্ধির জন্য মাথার ত্বককে স্বাস্থ্যকর করে তোলে।

পেঁয়াজের তেলের উপকারিতা

পেঁয়াজের তেলে পেঁয়াজের নির্যাসের উপকারিতার পাশাপাশি উদ্ভিজ্জ তেলের গুণাগুণও পাওয়া যায়। নিয়মিত পেঁয়াজ তেল মাখলে মাথার ত্বকে পুষ্টির জোগানে ঘাটতি পড়ে না। তেল মালিশের ফলে বৃদ্ধি পায় রক্তপ্রবাহ। ফলে ঘন, শক্তিশালী চুল গজায়।

চুল ঝরে পড়া রোধ করে

পেঁয়াজের তেলে থাকে সালফার যা চুল ঝরে পড়া, পাতলা হয়ে যাওয়া থেকে রক্ষা করতে সাহায্য করে।

ময়েশ্চারাইজিং

পেঁয়াজের তেলে উদ্ভিজ্জ তেলের গুণাগুণ থাকে বলে মাথার ত্বক ও চুলকে ময়েশ্চারাইজ করতে পারে। ফলে চুলের শুষ্কতা এবং কুঁচকে যাওয়ার মতো সমস্যা কমে যায়।

পেঁয়াজের রস নাকি পেঁয়াজের তেল— কোনটি বেশি উপকারী

পেঁয়াজের রস ও পেঁয়াজের তেল, দুটিই চুলের স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু চুলের দ্রুত বৃদ্ধি বা গজিয়ে ওঠার ক্ষেত্রে এদের কার্যকারিতা ভিন্ন ভিন্ন-

পেঁয়াজের রস

কিছু গবেষণা অনুযায়ী, অ্যালোপেসিয়া এরিয়াটা রোগে আক্রান্ত ব্যক্তিদের চুল গজানোর ক্ষেত্রে পেঁয়াজের রস খুব উপকারী। এটি এক ধরনের অটোইমিউন রোগ। অ্যালোপেসিয়াতে আক্রান্তদের মাথার একটি বিশেষ অংশ থেকে চুল উঠে যায়। তবে, অন্যান্য ধরনের চুল পড়ার ক্ষেত্রে এর কার্যকারিতা কতখানি, তা জানতে হলে আরও গবেষণার প্রয়োজন।

পেঁয়াজের তেল

পেঁয়াজের তেলের পুষ্টিগুণ খুবই কার্যকরী। কিন্তু তা চুলের বৃদ্ধির গতি বাড়াতে পারে কিনা, সে বিষয়ে বৈজ্ঞানিক প্রমাণ তেমন নেই। চুলের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি এবং চুলের ডগা ভেঙে যাওয়া রোধের ক্ষেত্রে পেঁয়াজের তেলের উপযোগিতা নিয়ে কোনো সন্দেহ নেই।

পেঁয়াজের রস এবং পেঁয়াজের তেল চুলের স্বাস্থ্যের জন্য উপকারী। বিশেষ করে অ্যালোপেসিয়া এরিয়াটার ক্ষেত্রে পেঁয়াজের রস চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। তবে সব ধরনের চুলের বৃদ্ধির জন্য এগুলোর কার্যকারিতা স্পষ্ট করে বোঝার জন্য আরও গবেষণার প্রয়োজন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top