বৃহঃস্পতিবার, ১০ই এপ্রিল ২০২৫, ২৭শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


ঘরের বাতাস বিশুদ্ধ করবেন যেভাবে


প্রকাশিত:
১৯ মে ২০২১ ২১:০৩

আপডেট:
১০ এপ্রিল ২০২৫ ১৪:৫০

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ইতোমধ্যেই বায়ু দূষণের নগরী হিসেবে পরিচিতি পেয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) প্রায়ই শীর্ষে অবস্থান করে ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা শহরের বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হওয়ায় সবাই মারাত্মক স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হতে পারেন।

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে, ঢাকায় ঘরের ভেতরে ও বাইরের বায়ু প্রায় সমানভাবে দূষিত। অনেকে ঘরে ধুলোবালি ঢুকবে ভেবে ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখেন। অথচ বাইরের পরিবেশ সম্পূর্ণ খোলামেলা বিধায় সেখানে বায়ুর মান অনেক সময় ঘরের ভেতরের চাইতেও ভালো থাকে। ঘরের ভেতর বদ্ধ পরিবেশে বসবাস করা একাধিক মানুষের শ্বাসক্রিয়ার ফলে নির্গত কার্বন ডাই অক্সাইড, বিভিন্ন গ্যাস, ধূলিকণা বাড়ির ভেতরের বাতাসের গুণমান কমিয়ে দেয়।

অন্যদিকে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চলমান লকডাউনে ঘরেই কাটছে অনেকের দিন। এভাবে টানা ঘরের ভেতরের দূষিত বাতাসে শরীরের ওপর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা অনেক বেশি।

‘ক্লিন এয়ার ইন্ডিয়া মুভমেন্ট’-এর অন্তর্ভুক্ত আর্টেমিস হাসপাতালের এক গবেষণায় দেখা গেছে যে, বায়ুবাহিত রোগের জন্য ঘরের অস্বাস্থ্যকর পরিবেশ ৩১ শতাংশ দায়ী। ঘরের ভেতরের বায়ুদূষণ থেকে হতে পারে অ্যালার্জি, হাঁপানি, রাইনাইটিস, ডিসোনিয়া, জটিল ফুসফুসের রোগসহ নানা রকম ব্যাধি। এছাড়া, করোনাভাইরাসকেও এখন অনেকে বায়ুবাহিত বলে দাবি করছেন।

তাই, চার দেয়ালে বন্দি জীবনে জীবাণুমুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে ঘরে লাগাতে পারেন এয়ার পিউরিফায়ার।

এয়ার পিউরিফায়ারের মূল কাজ ঘরের ভেতরে থাকা অতি ক্ষুদ্র কণা, ক্ষতিকর গ্যাস ও জীবাণু শোধন করা। এয়ার পিউরিফায়ারগুলোয় অ্যাক্টিভেটেড চারকোল (কয়লা) থাকায় অ্যামোনিয়ার মতো দুর্গন্ধযুক্ত গ্যাস দূর হয়। থ্রি-ওয়ে এয়ার ফ্লো প্রযুক্তি থাকার ফলে খুব কম সময়ে স্বস্তিদায়ক বিশুদ্ধ বাতাস নিশ্চিত করে পিউরিফায়ারগুলো। উচ্চ ক্ষমতাসম্পন্ন সেন্সর থাকায় খুব সহজেই ধূলিকণা ও গ্যাসসহ পিএম ২.৫ মাইক্রোমিটারের মতো অতি ক্ষুদ্র জীবাণু শনাক্ত করতে সক্ষম এগুলো। এছাড়া কোনো কোনো পিউরিফায়ারের ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে ঘরের ভেতরের বাতাসের মান সম্পর্কেও জানা যায়।

যেখানে স্বাস্থ্য সুরক্ষার প্রশ্ন আসে, সেখানে কোনো আপোষ না করাই উত্তম। বাজারে ১০ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকার মধ্যে নানা ব্র্যান্ড ও মানের এয়ার পিউরিফায়ার পাওয়া যায়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top