মাছির উপদ্রব থেকে বাঁচার ঘরোয়া উপায়
প্রকাশিত:
১৩ জুন ২০২১ ২২:৩৩
আপডেট:
১২ মার্চ ২০২৫ ১৬:৫৪

মধুমাস চলছে। আম, কাঁঠাল, লিচুর মতো রসালো সব ফলের সমাহার বাড়িতে বাড়িতে। এ কারণে বেড়েছে মাছির উপদ্রব। মাছির গায়ের সঙ্গে থাকা নানা রকম জীবাণু রোগ সৃষ্টির কারণ।
মাছির বাড়াবাড়ি থেকে পরিত্রাণ পেতে কোনো রকম রাসায়নিক ব্যবহার না করেও পাওয়া সম্ভব মাছির উৎপাত থেকে মুক্তি। জেনে নিন সেটির উপায়—
১. সাবান ও ভিনেগার: ভিনেগারের সঙ্গে বাসন মাজার সাবান মিশিয়ে একটি পাত্রে ফলের পাশে রাখুন। সে গন্ধে মাছি না পালিয়ে বরং পাত্রের ভেতরেই গিয়ে ঢুকবে।
২. ফল ও ভিনেগার: ছোট কোনো পাকা ফল বা ফলের অংশের সঙ্গে ভিনেগার মিশিয়ে একটা সরু মুখের বোতলে ঢেলে নিন। এর পরে বোতলের মুখে কোনো কাগজ চোঙার মতো করে আটকে ফাঁদ তৈরি করুন তা হলেই কাজ শেষ। মাছি ওই পথে ঢুকবে ঠিকই কিন্তু আর বেরোতে পারবে না।
৩. কর্পূর: যেখানে ফল কাটা হবে অথবা কেটে রাখা হবে তার চারপাশে একটু কর্পূর ছড়িয়ে দিন। এর গন্ধে মাছি আর সেখানে আসবে না।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: