বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


বর্ষায় ভেজা কাপড়ের গন্ধ দূর করার উপায়


প্রকাশিত:
২৫ জুন ২০২১ ০২:০৯

আপডেট:
১২ মার্চ ২০২৫ ২১:২৮

বর্ষাকালে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় যেন ভেজা কাপড় শুকাতেই চায় না। ফলে সৃষ্টি হয় দূর্গন্ধ। কিছু ঘরোয়া উপায়ে দূর করা যায় কাপড়ের এই দুর্গন্ধ।

প্রায়ই বৃষ্টির মৌসুমে দেখা যায় কাপড়ে এক ধরনের সাদা সাদা দাগ পড়ে। স্বাধারণ ভাষায় এই সমস্যাকে বলা হয় ছাতা পড়া। সেই সঙ্গে যুক্ত হয় বোটকা এক ধরনের গন্ধ। কাপড়ের এই গন্ধ দূর করার কিছু ঘরোয়া উপায় রয়েছে। চলুন দেখে নেয়া যাক সেই উপায়গুলো।

>> ময়লা কাপড় একসঙ্গে ধোয়ার জন্য অনেকেই ঝুড়ি বা ওয়াশিং ম্যাশিনে জমিয়ে রাখেন। এই অভ্যাস ত্যাগ করতে হবে। এভাবে কাপড় জমিয়ে রাখলে কাপড়ের দুর্গন্ধ আরও বেড়ে যায়। যত বেশি ময়লা কাপড় একসঙ্গে রাখবেন তত বেশি গন্ধ হবে। তাই চেষ্টা করুন জমিয়ে না রেখে ধুয়ে ফেলতে।

>> বর্ষায় কাপড়ে ছত্রাক বা জীবাণুর সমস্যা বেড়ে যায়। এর ফলেও ছড়ায় দুর্গন্ধ। তাই কাপড় ধোয়ার আগে কিছুক্ষণ পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখুন। এরপর সাবান দিয়ে কাপড় ধুয়ে জীবাণুনাশক মিশানো পানিতে আবার কিছুক্ষণ ভিজিয়ে রেখে শুকিয়ে নিন।

>> কাপড়ের ফাঙ্গাস সমস্যা দূর করতে ধোয়ার সময় ডিটারজেন্ট এর সাথে একটু বেকিং সোডা ও ভিনেগার যোগ করে নিন। ফাঙ্গাস সমস্যা দূর করতে বেকিং সোডা ও ভিনেগার খুবই উপকারী।

>> বর্ষায় রোদে কাপড় শুকানোর বিকল্প খুঁজে বের করুন। শুধুমাত্র রোদের উপর নির্ভর না করে বারান্দায়, জানালার পাশে অথবা ফ্যানের নিচেও কাপড় শুকাতে পারেন। কাপড় ঠিকমত শুকালে গন্ধ হওয়ার ভয় থাকে না।

>> ফাঙ্গাসের কারণেও কাপরে দুর্গন্ধ হয়। সেই ক্ষেত্রে লেবুর রস ব্যবহার করতে পারেন। কাপড় ধোয়ার সময় লেবুর রস মিশানো পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। এতে শুধু ফাঙ্গাসই দূর হবে না, বরং কাপড়ে আসবে সুগন্ধ।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top