জেনে নিন চিকেন ফ্রাইড রাইস এর দারুণ রেসিপি
প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২১ ০৩:৫৭
আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ০৫:৪০

ফ্রাইড রাইস খেতে কে না পছন্দ করে। তবে সেটা যদি হয় রেস্টুরেন্টের তাহলে তো কোন কথাই নেই। আর রেস্টুরেন্টের খাবার মানেই ভেজাল আর খরচ। তাই ঘরেই তৈরী করে নিন মজাদার ফ্রাইড রাইস।
তাহলে চলুন জেনে নেওয়া যাক ফ্রাইড রাইস এর দারুণ ও সহজ রেসিপি-
উপকারণ- পোলাও চাল সেদ্ধ ২ কাপ, হাড় ছাড়া মুরগির মাংস ১ কাপ, পেঁয়াজ কুচি ১টি, কাঁচা মরিচ কুচি ৫-৬টি, রসুন কুচি ১ চা চামচ, ডিমের ভুজিয়া ১ টা, গাজর কুচি ১টি, ক্যাপসিকাম কুচি ১টি, সয়া সস ২ টেবিল চামচ, ভিনেগার ২ চা চামচ, সাদা তেল ২-৩ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া স্বাদমতো, লবণ স্বাদমতো।
পদ্ধতি- প্রথমে মাংসের টুকরোগুলো সয়া সস, টমেটো সস, সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে মেরিনেট করে রাখুন।
এবার ননস্টিক প্যানে তেল দিয়ে প্রথমে চিকেনগুলো ভালো করে ভেজে নিন। চিকেনগুলো যেন সেদ্ধ হয় তা খেয়াল রাখবেন। এসময় চুলার আঁচ কমিয়ে রাখুন।
অন্যদিকে পোলাও চালগুলো সেদ্ধ করে নিন। এবার ওই প্যানে সামান্য মাখন দিয়ে পেঁয়াজ ও রসুন কুচি ভেজে নিন।
এরপর গাজর, ক্যাপসিকাম, কাঁচা মরিচ ও লবণ মিশিয়ে ভেজে নিন। এরপর ভাত ও চিকেনের টুকরো ও সামান্য সয়া সস মিশিয়ে নাড়তে থাকুন।
এবার স্বাদমতো লবণ ও চিনি মিশিয়ে দিন। সব একসঙ্গে মিশে গেলে উপরে গোলমরিচ গুঁড়া ও স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে চিকেন ফ্রাইড রাইস। এবার সুন্দর ভাবে পরিবেশন করুন ঝটপট মজাদার ফ্রাইড রাইস।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: