বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


ভঙ্গুর ও চিটচিটে চুলের যত্ন নিন প্রাকৃতিক উপায়ে


প্রকাশিত:
৭ জুন ২০২০ ১৮:২৩

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৯:০৬

ছবি: সংগৃহীত

অনেক সময় আর্দ্রতার কারণে চুল চিটচিটে হয়ে যায়। একাধিকবার চুল পরিষ্কার করলেও চুল পড়া বেড়ে যায় এবং মাথার ত্বক শুষ্ক হয়ে পড়ে। এ ছাড়া আগা ফাটার সমস্যা হতে পারে। চিটচিটে ও ভঙ্গুর চুলের যত্ন নিতে পারেন প্রাকৃতিক উপাদান দিয়ে।

রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে চিটচিটে ও ভঙ্গুর চুলের প্রাকৃতিক যত্ন সম্পর্কে জানানো হয়েছে।

চুলের যত্নে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল, নারিকেল তেল ও কারিপাতার মাস্ক।

মাস্ক তৈরির পদ্ধতি
একটা পাত্রে নিজের পছন্দমতো ১/৪ কাপ তেল গরম করে নিন। তেলে ১০-১২টা কারিপাতা দিন। তার পর ফুটতে দিন। পাতাসহ তেল ফুটে আসলে তা ঠাণ্ডা করে এতে অ্যালোভেরা যোগ করুন।

ব্যবহার
আঙুলের সাহায্যে মাথার ত্বক মালিশ করুন। এক ঘণ্টা পরে মৃদু শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সম্পূর্ণ তেল ধুতে দুবার শ্যাম্পু করতে হতে পারে।

উপকারিতা
এই মাস্ক মাথার ত্বকের চুলকানি, চুল পড়া, চুল ভেঙে যাওয়া, গোড়া শক্ত করা এবং মাথার ত্বকের শুষ্কতা দূর করবে। এ ছাড়া আগার রুক্ষভাব আর্দ্র রাখতে সহায়তা করে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top