নারকেলের বরফি তৈরির রেসিপি
প্রকাশিত:
২৫ এপ্রিল ২০২২ ০১:০৯
আপডেট:
২৫ এপ্রিল ২০২২ ০২:০২

ইফতারের স্বাদে ভিন্নতা আনতে পাতে রাখতে পারে নারকেলের বরফি। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। অল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন এই বরফি।
জেনে নিন নারকেলের বরফি তৈরির রেসিপি-
উপকরণ
১. নারকেল বাটা ১ কাপ ২. এলাচ গুঁড়া আধা চা চামচ ৩. লবণ পরিমাণমতো ৪. চিনি এক কাপ ৫. গুঁড়া দুধ আধা কাপ ৬. ঘি ১ টেবিল চামচ ও ৭. কিসমিস ও বাদাম কুচি পরিমাণমতো।
পদ্ধতি
প্যানে হালকা ঘি গরম করে নারকেল বাটা ভেজে নিন। ভাজা নারকেলের মধ্যে এলাচ, লবণ, চিনি ও গুঁড়া দুধ দিন মিশিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। নারকেলের মিশ্রণ আঁঠালো হয়ে এলে চুলা বন্ধ করে দিন। এবার একটি বাটিতে ঘি লগিয়ে তাতে নারকেলের মিশ্রণ ঢেলে নিন।
তারপর সমান করে নিন। এরপর গুঁড়া দুধ, কিসমিস ও বাদাম কুচি দিয়ে বরফির আকারে কেটে সাজিয়ে ইফতারে পরিবেশন করুন মজাদার নারকেলের বরফি।
এসএন/তাজা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: