রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


জীবনে বন্ধুর প্রভাব


প্রকাশিত:
৮ আগস্ট ২০২২ ০৪:৫৩

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৮:৪৫

 ছবি : সংগৃহীত

এমন অনেক কথা থাকে যা বাবা-মা কিংবা জীবনসঙ্গীকে বলা যায় না, কিন্তু অনুভূতিগুলো বন্ধুর সঙ্গে ভাগাভাগি করা যায় সহজেই। জীবনকে ইতিবাচক কিংবা নেতিবাচক ভাবে প্রভাবিত করতে পারে যেসব সম্পর্ক, তাদের মধ্যে বন্ধুত্ব অন্যতম। গবেষণা বলছে, একজন ভালো বন্ধু থাকা স্বাস্থ্যের জন্য ভালো। বন্ধুর সঙ্গে সময় কাটালে হ্যাপি হরমোনের নিঃসরণ বাড়ে। ফলে জীবনের স্ট্রেসগুলো বিদায় নেয় ধীরে ধীরে। আপনাকে আত্নবিশ্বাসী হতে সাহায্য করে একজন সত্যিকারের বন্ধু। দুঃসময়ে নিঃস্বার্থভাবে যে আঁকড়ে ধরে, সে একজন বন্ধু।

* জীবনের লক্ষ্য তৈরিতে সাহায্য করতে পারে একজন বন্ধু।
* একাকীত্বগুলো হারিয়ে যায় বন্ধুর সংস্পর্শে।
* হঠাৎ জীবনের বড় কোনও অঘটনে বন্ধুকে পাওয়া যায় সবচেয়ে কাছে।
* আপনার অস্বাস্থ্যকর জীবনযাপনকেও বদলে দেওয়ার ক্ষমতা রাখে বন্ধু।

নতুন বন্ধু তৈরি করা ও বন্ধুত্ব ধরে রাখা-

একটা নির্দিষ্ট বয়সের পর নতুন বন্ধু তৈরি করা বেশ কঠিন। সময়ের সঙ্গে সঙ্গে ব্যস্ততা বাড়ে জীবনে। শিক্ষাজীবন পার করে কর্মজীবনে প্রবেশ, বিয়ে, সন্তান জন্মদানসহ জীবনের নানা ধাপে প্রবেশের সঙ্গে সঙ্গে বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার মতো সময় কমতে থাকে। যোগাযোগের অভাবেই পুরনো বন্ধুত্ব হারিয়ে যায়। আবার ঠিক একই কারণে নতুন করে বন্ধুত্ব করাও হয়ে ওঠে না। একজন মানুষের সঙ্গে সময় কাটানো কিংবা তার ভালোমন্দ দিক জানার জন্য যথেষ্ট সময় আমাদের হাতে থাকে না। ফলে বয়সের সঙ্গে সঙ্গে ক্রমশ একাকীত্ব বাড়তে থাকে আমাদের।

বন্ধুত্ব ধরে রাখার জন্য করণীয়-

যারা জাজমেন্টাল, যারা আপনার পেছনে আপনারই বদনাম করে- তারা আপনার সত্যিকারের বন্ধু নয়। তারা জীবনে থাকার চাইতে না থাকাই বরং ভালো। জীবনে ভালো থাকতে চাইলে অনেক বন্ধু প্রয়োজন নেই। ভালো বন্ধু সংখ্যায় কম হলেও তারাই আপনাকে ভালো রাখবে।
যত ব্যস্ততাই থাকুক, নিজের জন্য কিছুটা সময় বের করার প্রয়োজন আপনার নিজের স্বার্থেই। সেই সময়টা বন্ধুকে দিন। একসঙ্গে সিনেমা দেখা, জগিং করা বা আড্ডা দেওয়ার মতো সময়গুলো কেবল বন্ধুত্বকেই বাঁচিয়ে রাখবে না-ভালো রাখবে আপনাকেও। বন্ধুর কাছে কেবল প্রত্যাশা রাখলেই হবে না, তার প্রয়োজনে আপনাকেও নিঃস্বার্থভাবে করতে হবে।

 


সম্পর্কিত বিষয়:

বন্ধু

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top