শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

Rupali Bank


সোনালী-রুপোলি দুটোই চাই তোমার কাছে


প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২১ ১৮:০৪

আপডেট:
১৬ অক্টোবর ২০২১ ০১:১৭

ছবি- সময়নিউজ ডট নেট

আমি সব ধরনের কবিতাই লিখতে চাই ও ভালোবাসছি, ভালোবাসি তোমাকে ও বেসে চলেছি।
তুমি আছো আমার সারা গা জুড়ে। তোমায় নিয়ে মাকড়সার জাল বুনে কবিতা লেখা হয় আমার।

আমি তোমাকে ভালবাসি, অনেক মিস করি, অনেক ভালোবাসা শুধুই তোমায় জুড়ে হারিয়ে থাকি তোমার মনে।
এরকম রূপ অনুভূতি কোটি ফোঁটা ভালোবাসা কেমন করে জানি জন্ম নিল তোমার আর আমার বুকে।

তোমার সাথে কথা বলে কি যে সুখ পাই আমি, তোমাকে পাশে পেয়ে কিযে সুখ পাই আমি, তুমিতো সোনালী-রূপালী দুটোই আমাকে দাও।

আমিতো সোনালী সুখটা তোমার কাছে অনেক পেতে চাই, রুপালি সুখটাও কম নয় আমার কাছে। দুজন দুজনকে হারাই রুপালী সোনালী অনুভূতির জন্য একটা নিতান্ত‌ই তোমার আমার মনের চাওয়া।

আমার কাছে তালা তোমার কাছে চাবি থাকে সব সময় সোনালী-রূপালী দরজার সামনে দাঁড়িয়ে অনন্তকাল হৃদয়ের গহীনে সবটুকু নিংড়ানো ভালোবাসা।

আমি বাড়ির ভিতরে দাঁড়িয়ে থাকি কখন তুমি সোনালি রুপালি দরজায় এসে কড়া নাড়বে সেই অপেক্ষায়। তোমার জন্য সেই অপেক্ষা অধীর অপেক্ষা।

বছরের পর বছর দাঁড়িয়ে থাকবো তোমার অপেক্ষায়, নির্ঘুম রাত কখনো চোখের পাতা বন্ধ করব না, যদি তুমি এসে দ্বারে দাঁড়িয়ে থাকো তাই। তোমার জন্য আমি হাজার বছর নির্ঘুম রাত কাটাবো, ঘুমিয়ে অপলক তাকিয়ে থাকবো জনম জনম ভর।

নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি, হৃদয়ে তুমি, অন্তরে তুমি, সোনালীর জন্য কষ্টটা বেশী হয়,
মাঝে মাঝে অস্থির হয়ে যাই দিশেহারা হয়ে যায়, মনে হয় আর পারছিনা...

হৃদপিণ্ড, ফুসফুস, যকৃত সব ছারখার হয়ে ভেতরটা পুড়ে যায় একেবারে...কি যে যন্ত্রনা পাই তোমাকে বলে বুঝাতে পারব না দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর।

সামাজিকতার কঠিন দায়বদ্ধতা যে ধরে রাখতে হয়। ভালোবাসাকে উপলব্ধি করে দিনের পর দিন চলতে হয়।
আমরা যে মধ্যবিত্ত ফ্যামিলির আমাদের কি খুনসুটি সাজে??

একটু একটু করে, ধীরে ধীরে মনকে বুঝিয়ে রাখি...আছোতো তুমি আমারই সবসময় আমারই থাকবে সোনালি রুপালি হয়ে খুনসুটি করে লাভ কি বলো?

জানো অনেক কষ্ট হয় অনেক কষ্ট পাই।
বোধই আছে বলে ধৈর্য ধরি যথেষ্ট, অস্থির হয়ে ঘেমে ভিজে যাই একাকার হয়ে একেবারে...
তুমি কি আমার সোনালী কষ্টগুলো বুঝতে পারো?? তুমি কি আমার রুপালি কষ্টগুলো বুঝতে পারো??
খুনসুটি বাদ দিয়ে সোনালি ও রুপালি কে নিয়ে চলি একসঙ্গে কোনটার চেয়ে কোনটা দামি কম নয়। কোন অংশে কম নয়, সোনালীর যেমন দরকার জীবনে রুপালির তেমন দরকার জীবনে।

আমার জায়গায় তুমি নিজেকে সোনালীর জায়গায় দাঁড় করাও, আমার জায়গায় তুমি তোমাকে রুপালির জায়গায় দাঁড় করায়। তাহলে তুমি অনুভূতিটা বুঝতে পারবে, সুখ-কষ্ট -দুঃখ পুরোটাই তোমার ছায়ার মতো ছবির মত সামনে স্পষ্ট ভাসবে...

তুমি যে আমার জীবন সাথী তোমাকে তো বুঝতে হবে, সোনালী বুঝতে হবে, রুপালি বুঝতে হবে।
তুমি আমার মানুষ আমাকে যদি বুঝতে না পারো তাহলে কি করে হয় বলো??
তুমি সোনালী রুপোলি কোনটাই আমার কাছ থেকে কেড়ে নিও না।
আমি খুনসুটি করতে চাই না, তুমি আমাকে দুটো দিও অল্প হলেও দিও।

মানুষ পরিবর্তনশীল, সারা জীবন একরকম থাকে না।
একটা সময় পরিবর্তন হয়ে যায়, তখন তার জীবনেও পরিবর্তন আসে। সে পরিবর্তনকে মেনে নেওয়া মানিয়ে নেওয়া তোমার দায়িত্বের মধ্যে পড়ে।

সবটাই তখন তার দরকার হয়, মনের চাহিদা অনুযায়ী খাবার না খেলে শরীর ভালো থাকে না ।
মন ভালো থাকেনা, হৃদয়ে ভালো থাকেনা ,ভালোলাগা ভালোবাসার জন্য সব কিছুরই প্রয়োজন আছে।
সোনালি রুপালি দুটোই চাই আমি তোমার কাছে।।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top