কবি শামসুর রাহমানের ৯২তম জন্মবার্ষিকী আজ
প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২১ ২০:৪১
আপডেট:
২৩ অক্টোবর ২০২১ ২০:৪৬

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ও কবিতার বরপুত্র শামসুর রাহমানের ৯২তম জন্মবার্ষিকী আজ। ১৯২৯ সালের আজকের এই দিনে পুরনো ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন তিনি।
তাঁর কবিতায় ভাষা আন্দোলন, আইয়ূব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলন এবং পাকিস্তানিদের অত্যাচার ও শাসনের প্রতিবাদ এবং স্বাধীনতা সংগ্রামের কথা উঠে এসেছে। তিনি ছিলেন জনতার কবি। স্বাধীনতার কবি। অসাম্প্রদায়িক চেতনার কবি।
তিনি একাধারে কবি, সাংবাদিক, গীতিকার ও কলামিষ্ট। দীর্ঘ ছয় দশক অত্যন্ত সাবলীল ধারায় লেখালেখি করে বাংলা সাহিত্যে অসাধারণ অবদান রাখেন মহান এই কবি।
তাঁর কবিতা মৌলবাদ, কুপমণ্ডকতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের প্রতিবাদী হয়ে ওঠার সাহস যোগায়, আলোয় পথ দেখায়। শামসুর রাহমানকে বলা হয় কবিতার বরপুত্র।
মৃত্যুর ৭ বছর আগে ১৯৯৯ সালের ১৮ জানুয়ারি দুর্বৃত্ত দ্বারা আক্রান্ত হয়েছিলেন দেশের পক্ষে কথা বলা এই কবি। রাজধানীর শ্যামলীর বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে একদল দুর্বৃত্ত। অবশ্য গুরুতর জখম হলেও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।
সম্পর্কিত বিষয়:
বাংলা সাহিত্যে প্রধান কবি কবিতার বরপুত্র শামসুর রাহমান কবি কবি শামসুর রাহমান জন্মবার্ষিকী
আপনার মূল্যবান মতামত দিন: