এবার বন্ধ হলো দৈনিক আলোকিত বাংলাদেশের প্রিন্ট ভার্সন
প্রকাশিত:
৩ এপ্রিল ২০২০ ১৭:১৯
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০৭:১১

করোনার ঝুঁকিতে এবার বন্ধ করে দেয়া হলো দৈনিক আলোকিত বাংলাদেশের প্রিন্ট ভার্সন। বর্তমান পরিস্থিতিতে আগামীকাল থেকে বন্ধ থাকবে পত্রিকাটির প্রিন্ট ভার্সন।আলোকিত বাংলাদেশের অফিসে এক নোটিশে এ তথ্য জানিয়েছে আলোকিত বাংলাদেশের কর্তৃপক্ষ।
তবে আলোকিত বাংলাদেশের কয়েকজন জানান, পত্রিকাটিতে তাদের গত তিন মাসের বেতন বকেয়া রয়েছে। যা নিয়ে কর্তৃপক্ষ এখনো কোন সমাধান দেয়নি। এ নিয়ে তারা আন্দোলন চালাবেন বলেও জানান।
নোটিশে উল্লেখ করা হয়, আগামী ৪ এপিল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পত্রিকা প্রকাশ বন্ধ থাকবে। সাংবাদিকরা ইচ্ছা করলে অনলাইন ভার্সনে নিউজ দিতে পারবেন। তবে নিউজ দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। উল্লেখ্য, এর আগে মানবজমিন পত্রিকাও করোনার পরিস্থিতিতে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: