বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


গণমাধ্যমে বৈষম্য দূর করতে কমিটি


প্রকাশিত:
১৩ আগস্ট ২০২৪ ১৬:০৯

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৮:১৪

প্রতিকী ছবি

গণমাধ্যমে বৈষম্য দূরীকরণ ও ন্যায্যতা ফিরিয়ে আনতে বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলন কমিটি গঠিত হয়েছে। এই সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভ্রাতৃপ্রতীম হিসেবে কাজ করবে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তসলিম ইসলাম অভির উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়।

কমিটির সমন্বয়কেরা হলেন- আমিরুল মোমেনীন মানিক, এমএ নোমান, কামরুজ্জামান বাবলু, এফ আই দীপু, আবিদ আজম, আমিনুর লিটন, আসিফ রহমান, ফারুক হোসেন খান, মো. আবদুল্লাহিল কাফী, আহমেদ আল আমীন, ফরিদুল ইসলাম নির্জন, সাম্য শাহ্, সাজু আহমেদ, আমিনুল ইসলাম মল্লিক, পিজিত মহাজন, শান্ত চিরাং এবং সাইনা ইসলাম।

সংগঠনের মূলনীতি হিসেবে উল্লেখ করা হয়েছে-

১. বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং এ ক্ষেত্রে প্রতিবন্ধকতা অপসারণের ব্যবস্থা করা।

২. গণমাধ্যমে বৈষম্য দূরীকরণ ও ন্যায্যতা নিশ্চিত করা।

৩. কর্মক্ষেত্রে বৈষম্য ও অবমূল্যায়নের শিকার কর্মীদের যথাযথ মূল্যায়নের ব্যবস্থা করা।

৪. অন্যায়ভাবে চাকরিচ্যুত গণমাধ্যমকর্মীদের বকেয়া পাওনা আদায়ের ব্যবস্থা করা।

৫. গণমাধ্যমকর্মীদের দলীয় পরিচয় বা সম্পর্কের ভিত্তিতে নয় বরং মেধার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে।

৬. সর্বশেষ ওয়েজ বোর্ড বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top