রবিবার, ২২শে সেপ্টেম্বর ২০২৪, ৭ই আশ্বিন ১৪৩১


জনকণ্ঠের সম্পাদক-প্রকাশক আতিকউল্লাহ খান মাসুদ আর নেই


প্রকাশিত:
২২ মার্চ ২০২১ ২০:৩৮

আপডেট:
২২ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৮

জনকণ্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ। ফাইল ছবি

জনকণ্ঠ সম্পাদক-প্রকাশক আতিকউল্লাহ খান মাসুদ মারা গেছেন।

সোমবার (২২ মার্চ) ভোরে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।

জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‌ভোর সাড়ে ৫টার দিকে তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আতিকউল্লাহ খান মাসুদের সম্পাদনায় ১৯৯৩ সালে প্রকাশিত হয় দৈনিক জনকণ্ঠ। বাংলাদেশের সংবাদপত্র জগতে আলোড়ন তুলে আতিকউল্লাহ খান মাসুদও আসেন তুমুল আলোচনায়।

এই পত্রিকাটি সর্বপ্রথম দেশের কয়েকটি স্থান থেকে একযোগে ছাপা শুরু করেছিল। পরে অবশ্য তা ধরে রাখা সম্ভব হয়নি।


সম্পর্কিত বিষয়:

জনকণ্ঠ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top