বুধবার, ১৯শে মার্চ ২০২৫, ৫ই চৈত্র ১৪৩১


সাংবাদিক মেহেদী হাসানের হত্যাকারীদের শাস্তির দাবি


প্রকাশিত:
১৯ মার্চ ২০২৫ ১৫:৫৭

আপডেট:
১৯ মার্চ ২০২৫ ২০:১৩

ছবি সংগৃহীত

ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদী হাসানের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার পরিবারের সদস্যরা। একইসঙ্গে অভিযুক্তরা পরিবারের সদস্যদের বিভিন্ন হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।

গত বছর কোটা সংস্কার আন্দোলন চলাকালীন পেশাগত দ্বায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন মেহেদী হাসান।

বুধবার (১৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নিহত সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশাররফ হোসেন বলেন, গত বছরের জুলাই মাসে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আমার ছেলে ঢাকা টাইমস পত্রিকার সাংবাদিক মেহেদী হাসান যাত্রাবাড়িতে নিউজ কভারেজের জন্য দায়িত্ব পালন করছিলেন। গত ১৮ জুলাই যাত্রাবাড়ীর কাজলার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কাছে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের হামলা এবং গুলিতে মেহেদী হাসান নিহত হন। তার মৃত্যুতে আমরা যেমন সন্তানহারা হয়েছি, দেশও একজন সম্ভাবনাময় সাংবাদিককে হারিয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, আমার ছেলের মৃত্যুর পর মামলা করতে গেলেও বারবার বাধার মুখে পড়তে হয়েছে। অবশেষে মামলা রুজু হলেও আমরা ন্যায়বিচার পাচ্ছি না। যাত্রাবাড়ী থানার মামলায় কয়েকজনকে গ্রেপ্তার দেখানো হলেও মামলার অপর আসামিরা এখনও বহাল তবিয়তে বাইরে ঘুরে বেড়ালেও কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। এই মামলার দুজন আসামি খোরশেদ আলম ও আশরাফুল হক বর্তমানে একজন উপদেষ্টার কোম্পানিতে ঊর্ধ্বতন পদে কর্মরত আছে। তারা ক্ষমতার অপব্যবহার করে আমাকে বিভিন্ন সময়ে নানাভাবে হুমকি দিচ্ছে তাদের নাম প্রত্যাহার করার জন্য। তাদের হুমকিতে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তা হুমকিতে রয়েছি।

তিনি আরও বলেন, এ অবস্থায় আমি সন্তানের হত্যাকারীদের উপযুক্ত শাস্তির জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি।

এসময় মেহেদী হাসানের পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top