সাভারে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকের ওপর হামলা
প্রকাশিত:
২০ মার্চ ২০২৫ ১৪:১০
আপডেট:
২১ মার্চ ২০২৫ ০৪:১৪

সাভারে চাঁদাবাজির তথ্য সংগ্রহে গিয়ে দুর্বৃত্তের হামলায় সেলিম হোসেন (৩৭) নামের এক সাংবাদিক আহত হয়েছেন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) রাতে আশুলিয়ার জামগড়া মিজান পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
আহত সেলিম হোসেন সাতক্ষীরার দেবহাটা থানার মাঝ সখিপুর গ্রামের মৃত ফেরাজতুল্যা গাজীর ছেলে। তিনি আশুলিয়ার পল্লী বিদ্যুৎ মিজান গার্ডেন এলাকায় বসবাস করেন। তিনি দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে সাভার-আশুলিয়া কর্মরত রয়েছেন।
প্রত্যক্ষদর্শী সাংবাদিক সুজন মিয়া বলেন, আমি ও সাংবাদিক সেলিম বুধবার সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া এলাকায় যানজটের তথ্য সংগ্রহ করতে যাই। এ সময় স্থানীয়দের মাধ্যমে জানতে পারি বিএনপি নেতার ছেলে রিফাত ভূঁইয়া ও ইয়ারপুর যুবলীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ভূঁইয়ার ছোট ভাই খোকা ভূঁইয়া সড়কে হকার্সদের কাছ থেকে চাঁদাবাজি করছেন। সেই তথ্য যাচাই করতে সড়কে অবস্থান নিই এবং সড়কে চাঁদা তুলতে দেখে ভিডিও করি। এর কিছু সময় পর দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ সময় সেলিমের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ভর্তি করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: