টঙ্গী প্রেসক্লাবে আগুন
প্রকাশিত:
৩ মে ২০২১ ২০:৫৯
আপডেট:
৩ মে ২০২১ ২১:১৫

গাজীপুরের টঙ্গী প্রেসক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (০৩ মে) সকালে টঙ্গী প্রেসক্লাবে ‘বৈদ্যুতিক শর্টসার্কিট’ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা ইকবাল হোসেন জানান, সকালে হঠাৎ করে সিঁড়ির ওপরের টিনের ছাউনিতে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে সিসি ক্যামেরা, এসি, টিভি, কম্পিউটার পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সম্পর্কিত বিষয়:
আগুন
আপনার মূল্যবান মতামত দিন: