সাংবাদিক হামিদুজ্জামান রবি আর নেই
প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২১ ১৭:৫৪
আপডেট:
১৯ মার্চ ২০২৫ ১২:৫০

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা সম্পাদক হামিদুজ্জামান রবি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
তার ছেলে সাকিব প্রত্যয় রাতে বাসসকে জানান, বাবার অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে দ্রুত রাজধানীর শংকরে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি সন্ধ্যায় মারা যান।
রবির মৃত্যুতে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ হামিদুজ্জামান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: