মারা গেছেন সাংবাদিক অরুণ বসু
প্রকাশিত:
৭ অক্টোবর ২০২১ ২০:০০
আপডেট:
১৯ মার্চ ২০২৫ ২১:৪০

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সাংবাদিক অরুণ বসু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
অরুণ বসু করোনাভাইরাস সংক্রমিত হয়েছিলেন। ৫ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
কোভিড-১৯ সংক্রমিত হওয়ার আগে অরুণ বসু ঠান্ডা জ্বর ও জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন। এই রোগ থেকে সেরে ওঠার পর তিনি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: