শুক্রবার, ১৮ই এপ্রিল ২০২৫, ৫ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


হিলিতে একদিনে আমদানি ৯৬ টন কাঁচা মরিচ


প্রকাশিত:
১২ আগস্ট ২০২২ ০০:২৩

আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ০৯:৪৯

 ছবি : সংগৃহীত

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে একদিনেই ভারত থেকে আমদানি হয়েছে ৯৬ টন কাঁচা মরিচ। এজন্য একদিনের ব্যবধানে কেজিতে মরিচের দাম ১০ টাকা কমে ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের কাচামরিচ আমদানিকারক জানান, সররবাহ স্বাভাবিক রাখতে এই বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে। বাজারে সরবরাহ বাড়ায় কাচা মরিচের দাম কমতে শুরু করেছে। কেজি প্রতি আমদানি শুল্ক ২৮ টাকা দিতে হচ্ছে। এটি কমানো হলে দাম আরও কমবে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, ‘আশুড়া উপলক্ষে একদিন বন্ধের পর বুধবার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। গতকাল একদিনেই বন্দর দিয়ে ২৪টি ট্রাকে ৯৬ টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে।’


সম্পর্কিত বিষয়:

কাঁচা মরিচ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top