সমান অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: পরিকল্পনামন্ত্রী
প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২২ ০৩:৩৯
আপডেট:
১৭ এপ্রিল ২০২৫ ০৫:২৫

সমাজে সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দুর্বল ও পিছিয়ে পড়াদের সমান অধিকার নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।
শনিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) ২০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, দুর্বল মানুষকে সবলের সঙ্গে এক কাতারে নিয়ে আসতে হবে। কাউকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। সামাজিক স্থিতিশীলতার জন্য সবার সমান অধিকার থাকা জরুরি। সে জন্য সমাজের সকল স্তরকে নিয়ে কাজ করছি আমরা।
সরকারে সাময়িকভাবে থাকলেও রাজনীতিতে দীর্ঘদিন ধরে আছেন উল্লেখ করে তিনি বলেন, বহুমাত্রিক চিন্তা ও চেতনার ক্ষেত্রে কাজ করছি। মাঝেমধ্যে হুমকির মুখে পড়তে হয়। আওয়ামী লীগে সবার জন্য জায়গা আছে। দুর্বলকে সমানে নিয়ে আসতে না পারলে সবাই হুমকির সম্মুখীন পড়বে।
সম-অধিকার প্রতিষ্ঠার জন্য সামাজিক ঐক্য দরকার মন্তব্য করে এম এ মান্নান বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে হবে। আমরা যে যেখানেই কাজ করি না কেন এ ক্ষেত্রে বহুমাত্রিকতা থাকতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের প্রায় ৩০ লাখ দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন। সরকারি সেবা-সুবিধা পেয়েছে প্রায় ২২ লাখ মানুষ। প্রায় ৪ লাখ মানুষের দারিদ্র্য জয়, ৮৫ হাজার প্রান্তিক শিশুর শিক্ষা, ৫০ হাজার মেয়ের বাল্যবিয়ে বন্ধ এবং প্রায় ৪ লাখ শ্রমিকের মানসম্মত কাজ নিশ্চিত করা হয়েছে।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে সংহতি প্রকাশ জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন, কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকোলাস, সুইডিশ রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিনডে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, সুইজারল্যান্ডের ডেপুটি হেড অব মিশন সুজানে মিলার, সাগুফতা ইয়াসমিন, এরোমা দত্ত প্রমুখ।
সম্পর্কিত বিষয়:
সমাজ
আপনার মূল্যবান মতামত দিন: