এ মুহূর্তেই সীমান্তে সেনা মোতায়েন নয়: ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব
প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২২ ০৫:২৭
আপডেট:
৮ এপ্রিল ২০২৫ ০৩:৪৩

ছবি : সংগৃহীত
ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম জানিয়েছেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমারের গোলাগুলির ঘটনায় সেনা মোতায়েন নিয়ে সরকার এখনই কিছু ভাবছে না।
রোববার (১৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব এবং দেশের এজেন্সিগুলোকে নিয়ে বৈঠকের পর বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা জানান।
পররাষ্ট্রসচিব বলেন, ‘আজ রোববার একটি উচ্চপর্যায়ের মিটিং করেছি সবাইকে নিয়ে। বাংলাদেশের যত এজেন্সি আছে, তাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। আমরা বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ও কোস্টগার্ডকে বলে দিয়েছি, বর্ডারে সজাগ থাকতে। রি-এনফোর্সমেন্ট যেখানে যতটুকু লাগে, করবে। সাগর দিয়ে বা অন্য জায়গা দিয়ে কোনো রোহিঙ্গা যাতে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ করেছি।’
বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সরকার সীমান্তে সেনা মোতায়েনের কথা ভাবছে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ মুহূর্তে সরকার সেনা মোতায়েনের বিষয়ে ভাবছে না।
সম্পর্কিত বিষয়:
মন্ত্রণালয়
আপনার মূল্যবান মতামত দিন: