শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


সরবে আশপাশের সব স্থাপনা

লুই কানের নকশাতেই সংসদ সংস্কার হবে


প্রকাশিত:
৩০ জুলাই ২০২০ ০১:৩৫

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১৫:৫৮

ফাইল ছবি

মার্কিন স্থপতি লুই আই কানের দেয়া নকশা অনুযায়ী বাংলাদেশের জাতীয় সংসদ ও আশপাশের এলাকা সংস্কার করা হবে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত এক সভায় অনলাইনে যুক্ত হয়ে স্পিকার এ কথা জানান।

তিনি বলেন, সংসদকে লুই আই কানের নকশা অনুযায়ী সাজানোর বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে। আজকের সভার ভিত্তিতে ঈদের পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে তার দিকনির্দেশনা অনুযায়ী সংসদের সংস্কার কাজ করা হবে।

উল্লেখ্য, ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের লুই কানের প্রতিষ্ঠান ডেভিড অ্যান্ড উইজডমের কাছ থেকে সংসদ ভবনের মূল নকশা আনার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। পরে ২০১৬ সালের ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের মহাফেজখানা থেকে লুই আই কানের তৈরি ৮৫৩টি নকশা আনা হয়। এ সংস্কার শুরু হলে নকশা অমান্য করে সংসদ ভবন এলাকায় গড়ে তোলা বিভিন্ন স্থাপনা ও কবর সরিয়ে ফেলা হতে পারে।

সংসদ এলাকায় ৭টি কবর রয়েছে। এসব কবর সাবেক রাষ্ট্রপতি আবদুস সাত্তার, সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান ও আতাউর রহমান খান, সাবেক মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়া, মুসলিম লীগ নেতা খান এ সবুর, সাহিত্যিক ও সাংবাদিক আবুল মনসুর আহমদ এবং পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার তমিজউদ্দীন খানের। এছাড়া সংসদ এলাকার পাশে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর রয়েছে।

এদের মধ্যে বহুদিন ধরে জোরাল দাবি একাত্তরে বাংলাদেশের মহান স্বাধীনতার বিরোধিতাকারী শাহ আজিজ এবং খান এ সবুরের কবর সরানোর।

গত বছরের ২৯ জুন জাতীয় সংসদে ২০১৯-১০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জিয়াউর রহমানের কবরসহ জাতীয় সংসদের ‘মূল নকশার বাইরে’ যেসব স্থাপনা রয়েছে তা অপসারণ করার দাবি জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top