শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


সপরিবারে করোনা জয় করলেন ধর্ম সচিব


প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২০ ১৬:১৪

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৪৬

করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ধর্ম সচিব ড. মোহাম্মদ নূরুল ইসলাম। সুস্থ হয়ে কর্মস্থলে ফিরেছেন তিনি।

গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) দ্বিতীয় দফায় তাঁদের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় ১৪ দিন পর হাসপাতাল ত্যাগ করে সপরিবারে বাসায় ফিরেছেন তিনি।

করোনা আক্রান্ত হয়ে গত ২২ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছিল ধর্ম সচিব ও তাঁর স্ত্রীকে। শনিবার নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে হতাহত মুসল্লিদের পাশপাশি সার্বিক অবস্থার খোঁজ-খবর নেন ধর্ম সচিব।

করোনায় আক্রান্ত হয়ে গত ১৩ জুন চিকিৎসাধীন অবস্থায় ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মারা যাওয়ার পর একাই মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সব কাজ সামলে নিচ্ছেলেন ধর্মসচিব নূরুল ইসলাম। একপর্যায়ে তাঁর শরীরেও করোনা সংক্রমণ দেখা দেয়। এরপর তাঁর স্ত্রী ও এক সন্তানও আক্রান্ত হন করোনায়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top