দেশে করোনায় মোট মৃত ৪, আক্রান্ত ৩৯: আইইডিসিআর
প্রকাশিত:
২৪ মার্চ ২০২০ ২১:২৬
আপডেট:
১২ মার্চ ২০২৫ ২১:৪২

দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৬ জন। গত ২৪ ঘণ্টা ১ জন মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টা ১ হাজার ৭০০ কলে পেয়েছি। তারমধ্যে থেকে ৯২ টি নমুনা নিয়েছি। এখান থেকে কিছু শনাক্ত করেছি আমরা। আর কিছুর রেজাল্ট আজকের মধ্যে পেয়ে যাবো। তখন জানাতে পারবো।
করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে নাগরিকদের করণীয় তুলে ধরেন তিনি। গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি। বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাসটি। এখন পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন লাখ ৭৮ হাজার ৮৪৮ এবং মারা গেছেন ১৬ হাজার ৫১৪ জন। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ দুই হাজার ৬৯ জন।
বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন দিন এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সর্বশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ৩৯ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন চারজন।
আপনার মূল্যবান মতামত দিন: