মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১


বাংলাদেশি ক্ষুদে চিত্রশিল্পী জারীফ জাতিসংঘের সর্বকনিষ্ঠ বিচারক


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২০ ০২:২৮

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০২০ ০২:৩০

ছবি-সংগৃহীত

জাতিসংঘের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘দ্য ফিউচার উই ওয়ান্ট’ শীর্ষক আন্তর্জাতিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার সাইয়্যেদ মুহাম্মদ জারীফ সালেহ (১৩) একজন বিচারক। এ প্রতিযোগিতায় বিশ্বব্যাপী ৫টি মহাদেশের ৪৪ টি দেশ থেকে মার্কিন নাগরিক বা স্থায়ী বাসিন্দা (১৩-১৫ বছর বয়সী) অংশ নিয়েছে। জেনেভাস্থ জাতিসংঘের ডিরেক্টর জেনারেল টাটিয়ানা ভেলোভায়া গত ২৭ আগস্ট জারীফকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

জারীফ বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ ও প্রকৌশলী নিশাত সিদ্দিকের জেষ্ঠ্য পুত্র। ছোট থেকেই নিজেকে জারীফ তার আঁকা চিত্র কৌশলে যথেষ্ট মেধার স্বাক্ষর রেখে আসছে। ইতিপূর্বে সাইয়্যেদ মুহাম্মদ জারীফ সালেহ জাতিসংঘ এবং গ্যাবারন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সারা বিশ্বে প্রথম হয়ে বাংলাদেশের নাম বিশ্বের দরবারে পৌঁছে দেয়। সে জাপানের কানাগাওয়া দ্বি-বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী।

জারীফ ভারতের টেডেক্স এসভিনিট আর্ট প্রতিযোগিতা প্রথম পুরস্কার বিজয়ী। বাংলাদেশে জাতীয় শিশু দিবসে আরটিভি আর্ট প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর্ট প্রতিযোগিতা-২০২০ বিজয়ী। এরই ধারাবাহিকতায়, জাতিসংঘের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘দ্য ফিউচার উই ওয়ান্ট’ শীর্ষক আন্তর্জাতিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক হিসাবে নির্বাচিত হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top