দেশে নতুন করে আর কেউ করোনায় আক্রান্ত হয়নি: আইইডিসিআর
প্রকাশিত:
২৯ মার্চ ২০২০ ১৮:৫৭
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৮:১৮

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন কোনও করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আজ রোববার (২৯ মার্চ) দুপুরে মহাখালীতে আইইডিসিআরে এক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে আইইডিসিআর-এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা জানান।
সংবাদ সম্মেলনে সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের কারো দেহে করোনা শনাক্ত হয়নি। যারা চিকিৎসাধীন ছিলেন তাদের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ২৮ জন।
ভিডিও কনফারেন্সে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন কি না? এর জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি করোনাভাইরাসে আক্রান্ত নই। কোভিড-১৯ টেস্টও করিয়েছিলাম। আমি এই ভাইরাসে আক্রান্ত হইনি। হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়ে মন্ত্রী বলেন, অন্যরা যেভাবে আছে, আমিও সেভাবেই আছি।
আপনার মূল্যবান মতামত দিন: