সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৭ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


কমিশনের ওপর পশ্চিমাদের কোনো চাপ নেই: ইসি আহসান হাবিব


প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২৩ ১৬:০৭

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ০৬:২৫

খুলনায় নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ‘ইসির ওপর পশ্চিমাদের কোনো চাপ নেই। যেটা আছে, ওটা রাজনৈতিক সমস্যা। আমাদের সমস্যা না। আমাদের প্রতি কোনো চাপ নেই। দেশের প্রতি চাপ আছে কিনা আমি জানি না। সেটা সরকার বুঝবে, সেটা রাজনৈতিক ব্যক্তিরা বুঝবেন।’

সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


নির্বাচন কমিশনার আহসান হাবিব আরও বলেন, ‘আমরা একবারও বলিনি তপশিল পেছানোর কথা। সব দল অংশগ্রহণ করুক, এটা আমাদের মনে-প্রাণে ইচ্ছা। তপশিল পেছানোর বিষয়ে কোনো দল আবেদন করলে আন্তরিকভাবে কমিশনের মিটিংয়ে আমরা বিবেচনা করার চেষ্টা করব। আলোচনার পর সিদ্ধান্ত হবে। আমাদের বাধ্যবাধকতা রয়েছে ২৮ জানুয়ারির মধ্যে শপথ নেওয়াতে হবে। সেই সময় থাকলে আমরা কমিশন বসে আলোচনা করব, আমাদের টাইম ফ্রেমের মধ্যে যদি সম্ভব হয় অবশ্যই করব।’

সভায় খুলনা বিভাগীয় কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, যশোর, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট ও খুলনা জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত বিষয়:

রাজনৈতিক

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top