ঢাকায় টহল দিচ্ছে দেড় শতাধিক প্লাটুন বিজিবি
প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২৩ ১২:২৬
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৮:৩৩

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে রাজধানী ঢাকায় দেড় শতাধিক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির এসব সদস্য ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল দিচ্ছেন।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির মেজর আসিক ইকবাল।
এই কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে ঢাকা শহরে আমাদের দেড় শতাধিক প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। তারা সকাল থেকে কমলাপুর ও মেট্রোরেলের স্টেশন ছাড়াও বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন। এখন তারা বাংলাদেশ সচিবালয়ের সামনে টহলরত অবস্থায় আছেন।
এদিকে শুক্রবার বিজিবির মিডিয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সারাদেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরপর দুই দিন বিজিবি মোতায়েন ও তাদের টহল দেওয়ার বিষয়টি জানালো বিজিবি।
আপনার মূল্যবান মতামত দিন: