বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


দেশে আরও দুই জন করোনা রোগী শনাক্ত: আইইডিসিআর


প্রকাশিত:
৩১ মার্চ ২০২০ ২২:৫৬

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০২:৩৮

মঙ্গলবার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুই জন করোনা রোগী শনাক্ত করা গেছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলেন এসব তথ্য জানান।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরও জানান, নতুন করোনা শনাক্ত হওয়া দুজনই পুরুষ। তাদের মধ্যে একজনের বয়স ৫৭ যিনি সম্প্রতি সৌদি আরব থেকে  দেশে এসেছেন। অপরজনের বয়স ৫৫ হলেও তিনি কিভাবে সংক্রমিত হয়েছেন সে তথ্য এখনো জানা যায়নি। এই নিয়ে দেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫১ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন পাঁচজন। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরো ৬ জন। ফলে সুস্থ হওয়া রোগীর সংখ্যা এখন ২৫ জন।

ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৬০২ জনের। যাদের নতুন করে নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে দুইজন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। তারা দুই জনই পুরুষ। তাদের মধ্যে এক জনের বয়স ৫৫ বছর। অপর জনের বয়স ৫৭ বছর।

তিনি আরও বলেন, যারা সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপস্বর্গ নিয়ে মারা গেছেন তাদের শরীরে করোনার নমুনা মেলেনি।  


সম্পর্কিত বিষয়:

ফ্লোরা আইইডিসিআর

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top