ঢাকা মেডিকেলের আইসোলেশনে ২ জনের মৃত্যু
প্রকাশিত:
২ এপ্রিল ২০২০ ০২:৪৪
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১২:১১

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকা দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এরমধ্যে একজনের বয়স ৬৫ বছর। আরেকজনের ৩২। তারা করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এখানে চিকিৎসাসেবা নিচ্ছিলেন। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) ডা. আলাউদ্দিন আল আজাদ।
তিনি জানান, তারা জ্বর, সর্দি কাশি নিয়ে ঢামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে তারা মারা গেছেন কি না, তা নিশ্চিত নয়। তা নিশ্চিত হতে স্যাম্পল (নমুনা) পরীক্ষার জন্য আইইডিসিআর কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।
ঢামেক হাসপাতালের বিশ্বস্ত একটি সূত্র জানায়, মঙ্গলবার (৩১ মার্চ) তারা হাসপাতালে ভর্তি হয়। তাদের নতুন ভবনের নিচে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। গত রাত সাড়ে ১০টার দিকে একজনের মৃত্যু হয়। বুধবার ভোর ৫টার দিকে আরেকজন মারা যায়। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।
সম্পর্কিত বিষয়:
ঢামেক
আপনার মূল্যবান মতামত দিন: