দেশে করোনায় আক্রান্ত আরও ২ জন
প্রকাশিত:
২ এপ্রিল ২০২০ ২০:১৯
আপডেট:
২ এপ্রিল ২০২০ ২১:২৬

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুর ১২ টায় মহাখালীর জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) করোনা সম্পর্কিত নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগের (এমআইএস) পরিচালক ডা. হাবিবুর রহমান।
ডা. হাবিবুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১৪১ জনের নমুনা পরীক্ষা করলে দুই জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। তারা দুই জনই পুরুষ। তাদের একজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। অন্যজনের বয়স ৭০ থেকে ৮০ বছর বয়সের মধ্যে। তবে কীভাবে তারা আক্রান্ত হয়েছেন, তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এই বিষয়ে অনুসন্ধান চলছে।’
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রত্যেক উপজেলায় আজকের মধ্যে ২টি করে নমুনা সংগ্রহের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে, যাতে আগামীকালের মধ্যে অন্তত ১০০০ জনের নমুনা পরীক্ষা করা যায়।
এদিকে দেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৬ জন মারা গেছেন, ২৬ জন সুস্থ হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন ২২ জন।
আপনার মূল্যবান মতামত দিন: