সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৭ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিনে লোক-এর বর্ণাঢ্য তারুণ্যের উৎসব


প্রকাশিত:
১৬ মে ২০২৪ ১৮:০৪

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১৪:৫৬

ছবি- সংগৃহীত

বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন উপলক্ষ্যে ১০৪ তরুণ কবির কবিতা নিয়ে কাব্য-সংকলন ‘তারুণ্যের স্পর্ধিত উচ্চারণ’ প্রকাশ করেছেন লিটল ম্যাগাজিন লোক সম্পাদক ও কবি অনিকেত শামীম।

সংকলনটির প্রকাশনা উপলক্ষ্যে আগামী শনিবার (১৮ মে) বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য এক তারুণ্যের উৎসব।

উক্ত উৎসব উপলক্ষ্যে বঙ্গবন্ধুকে নিয়ে যিনি সর্বাধিক সংখ্যক উৎকৃষ্ট কবিতা লিখেছেন, বাংলাদেশের সেই স্বনামধন্য কবি নির্মলেন্দু গুণকে প্রদান করা হবে ‘পোয়েট অব বঙ্গবন্ধু’ খেতাব ও সম্মাননা।

এ ছাড়া সংকলনভুক্ত ১০৪ তরুণ কবির মধ্যে থেকে ৪ জনকে প্রদান করা হবে ‘কবিতায় বঙ্গবন্ধু সম্মাননা’।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা কবি কামাল চৌধুরী। এ ছাড়া উপস্থিত থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন।

এ ছাড়া উপস্থিত থাকবেন সংকলনভুক্ত কবি ও আমন্ত্রিত শিল্পী ও বিভিন্ন অঙ্গনের সংস্কৃতিক ব্যক্তিরা।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top