মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১


রেমালে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ১০৩ কোটি টাকার ক্ষতি


প্রকাশিত:
১ জুন ২০২৪ ১০:৫৫

আপডেট:
১৭ সেপ্টেম্বর ২০২৪ ০১:৩৬

ছবি- সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগলিক এলাকায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ৩ কোটি ৩ লাখ ৯ হাজার ৭০২ জন গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। প্রাথমিক তথ্যানুসারে ১০৩ কোটি ৩৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩ কোটি ২০ হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দিতে পেরেছে আরইবি। অবশিষ্ট ২ লাখ ৮০ হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলমান রয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) শুক্রবারই বিদ্যুৎ বিচ্ছিন্ন সব গ্রাহককে পুনঃসংযোগ দিয়েছে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বাকি এক শতাংশ গ্রাহকের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হচ্ছে উল্লেখ করে মীর মোহাম্মদ আসলাম উদ্দিন জানান, প্রাথমিক তথ্যানুসারে ১০৩ কোটি ৩৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, ৮০টি সমিতির মধ্যে ৬০টি সমিতির শতভাগ গ্রাহককে সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। সমিতি, আরইবি ও ঠিকাদার মিলিয়ে বর্তমানে প্রায় ১৭ হাজার মানুষ মাঠে কাজ করছে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top