রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

https://rupalibank.com.bd/


সরকার নতুন বিমানবন্দর তৈরির পরিকল্পনা নিয়েছে: বেবিচক চেয়ারম্যান


প্রকাশিত:
২ জুন ২০২৪ ১৫:৪৩

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৪৪

ছবি- সংগৃহীত

বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের এভিয়েশন খাততে আরও প্রসারিত করতে আরও একটি বিমানবন্দর তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।

রোববার (২ জুন) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

বেবিচক চেয়ারম্যান বলেন, ‘আমরা আমাদের দেশের সকল বিমানবন্দরের উন্নয়ন করছি। উন্নত করছি। তৃতীয় টার্মিনাল তৈরি করছি। রানওয়ে প্রসারিত করছি। সরকার নতুন বিমানবন্দর তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে এভিয়েশন সেক্টরটিকে অধিকতর গুরুত্ব দেওয়ার কারণেই আজ এতো দ্রুত আমাদের এই সেক্টরটা এগিয়ে যাচ্ছে।’

বেবিচক চেয়ারম্যান বলেন, ‘আমাদের নতুন নতুন কোম্পানি খুলছে। নতুন নতুন এয়ারলাইন্স আসছে। বিদেশি এয়ারলাইন্সগুলো আসছে। এয়ারলাইন্স সেবা বিস্তৃত হচ্ছে। তারা আসার একটাই কারণ দেখছে যে, বাংলাদেশ সম্ভাবনার দেশ। এই দেশে এভিয়েশনের যে উন্নয়ন, এর জন্য আমরা যে উন্নয়ন করছি আর এটা যদি নিরাপদভাবে না হতো তাহলে কিন্তু তারা আসত না। আজকের এই মহড়া তারই একটি উদ্যোগ। বিশ্বকে প্রোপারলি দেখিয়ে দেওয়া যে আমরা কতটুকু প্রস্তুত। আমাদের প্রস্তুতির একটি অংশ আমরা এখানে প্রদর্শন করলাম।’

মফিদুর রহমান বলেন, ‘এই বছরই বাংলাদেশে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) অডিট হবে। এই অডিটে আমরা কীভাবে এই ধরনের কার্যক্রমগুলো সম্পাদন করি পুঙ্খানুপুঙ্খভাবে তারা সেগুলো দেখবে। এছাড়াও আমরা এটা কীভাবে বাস্তবায়ন করছি, সঠিকভাবে মহড়া করছি কি না, যারা অংশগ্রহণ করছে তারা কীভাবে অপারেশন করছে, এই ইউনিটের যে বিভাগগুলো আছে সেগুলো তারা দেখবে। সে জায়গায় আজকের মহড়াটা খুব টাইমলি ছিল এবং খুব সুন্দরভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে।

বেবিচক চেয়ারম্যান বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করার স্বপ্ন দেখিয়েছেন। সেই স্বপ্নের লক্ষ্যে আমাদের পৌঁছতে হবে। সেখানে সিভিল আভিয়েশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ইকোনমিতে এ ধরনের মহড়া ক্যাটালিস্ট ভূমিকা রাখতে পারে। আর সেই ভূমিকাটা পালন করার জন্য আমাদের দক্ষতার প্রয়োজন।’



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top