দেশে নতুন করে আরো ৫ জন করোনায় আক্রান্ত
প্রকাশিত:
৩ এপ্রিল ২০২০ ১৮:২৬
আপডেট:
৪ এপ্রিল ২০২০ ০১:৩৪

করোনা ভাইরাসে দেশে নতুন করে আরও ৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬১ জনে। এই সময়ে দেশে কোনো করোনা আক্রান্তের মৃত্যু হয়নি। এর আগের তথ্য অনুসারে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিং করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।.
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ব্রিফিংয়ে বলেন, গত ২৪ ঘণ্টায় ৫১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ২৬ জন সুস্থ হয়েছেন। পর্যবেক্ষণ আছেন ২৯ জন। হাসপাতাল আছেন ২২ জন, নিজ বাড়িতে আছেন ৭ জন। তারা আমাদের পর্যবেক্ষণে আছে।
তিনি আরও জানান, ইতিমধ্যেই ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে আছেন ২২ জন ও অন্যান্য প্রতিষ্ঠানে ৭ জনসহ ২৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত ৬ জন মারা গেছেন। ঢাকায় ৯টি আরটি-পিসিআর এবং ঢাকার বাইরে ৫টিসহ মোট ১৪টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করা হচ্ছে। চলতি এপ্রিল মাসের মধ্যে সারা দেশে ২৮টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষাগার স্থাপিত হবে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: