মঙ্গলবার, ১লা এপ্রিল ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


১০ সমঝোতা স্মারক সই ক‌রল বাংলা‌দেশ-ভারত


প্রকাশিত:
২২ জুন ২০২৪ ১৫:৫৬

আপডেট:
১ এপ্রিল ২০২৫ ১২:৩৯

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ, ডিজিটাল পার্টনারশিপসহ ৩টি সমঝোতা নবায়ন নি‌য়ে মোট ১০টি সমঝোতা স্মারক সই ক‌রে‌ছে বাংলা‌দেশ ও ভারত।

শ‌নিবার (২২ জুন) দি‌ল্লি‌র হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা এবং ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দির ম‌ধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর দ‌লিলগু‌লো সই করা হয়।

নতুন সমঝোতা স্মার‌কের ম‌ধ্যে র‌য়ে‌ছে;

১) বাংলাদেশ-ভারত ডিজিটাল পার্টনারশিপ।
২) ভারত-বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ।
৩) সমুদ্র সহযোগিতা ও ব্লু-ই‌কো‌নো‌মি।
৪) ভারতের ইন-স্পেস এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা।
৫) দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ সংক্রান্ত সমঝোতা।
৬) সমুদ্রবিষয়ক গবেষণায় দুই দেশের সমঝোতা।
৭) কৌশলগত ও অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতায় ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ, ওয়েলিংটন-ইন্ডিয়া এবং মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের মধ্যে সমঝোতা।

নবায়ন করা সমঝোতার ম‌ধ্যে র‌য়ে‌ছে;

১) স্বাস্থ্য ও ওষুধ সংক্রান্ত পুরনো সমঝোতা নবায়ন।
২) দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমনে ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, বাংলাদেশ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বিদ্যমান সমঝোতা নবায়ন।
৩) মৎস্য সম্পদের উন্নয়নে বিদ্যমান সমঝোতা নবায়ন।

শেখ হাসিনা-‌মো‌দির বৈঠক নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধন আরও গভীর করার লক্ষ্যে আলোচনা করেছেন।

এই আলোচনায় উন্নয়ন অংশীদারত্ব, জ্বালানি, পানিসম্পদ, বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা এবং আরও অনেককিছুসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিন, সকালে ফোরকোর্টের রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। এসময় শেখ হাসিনা সশস্ত্র সালাম গ্রহণ ও গার্ড অব অনার পরিদর্শন করেন।

সকাল ৯টায় রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে নয়াদিল্লি ত্যাগ করবেন। রাত ৯টায় তিনি ঢাকায় অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : shomoynews2012@gmail.com; shomoynews@yahoo.com
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top