বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীর ক্ষমতায়নের বিকল্প নেই


প্রকাশিত:
৬ জুলাই ২০২৪ ২০:৪১

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৫৮

ছবি সংগৃহিত

আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীর ক্ষমতায়নের বিকল্প নেই। নারী প্রকৌশলীরা স্মার্ট বাংলাদেশ গড়ায় পথপ্রদর্শক হিসেবে কাজ করবেন।

শনিবার (৬ জুলাই) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) কর্তৃক আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইইবি প্রেসিডেন্ট মো. আবদুস সবুর বলেন, নারীর সক্ষমতা অর্জন করতে নারীদেরই এগিয়ে আসতে হবে। সমাজ শুধু সহযোগিতা করতে পারে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীর ক্ষমতায়নের কোনো বিকল্প নেই৷ শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যেই স্মার্ট বাংলাদেশ গঠিত হবে। যা বিশ্বে উদাহরণ হবে। নারী শিক্ষা ও নারী উদ্যোক্তা তৈরিতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

এদিন আইইবির সাধারণ সম্পাদক এস. এম. মঞ্জুরুল হক মঞ্জু বলেন, নারী প্রকৌশলীরা স্মার্ট বাংলাদেশ গড়ায় পথপ্রদর্শক হিসেবে কাজ করবেন। আইইবি ৭৬ বছরের অভিজ্ঞতা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে নারী প্রকৌশলীদের পাশে থাকবে।

আইইবির নারী প্রকৌশলী চ্যাপ্টারের প্রকৌশলী নাঈমা নাজনীন নাজের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন, আইইবির ভাইস প্রেসিডেন্ট মো. শাহাদাৎ হোসেন শীবলু, মো. নুরুজ্জামান, খন্দকার মঞ্জুর মোর্শেদ, কাজী খায়রুল বাশারসহ অনেকে।


সম্পর্কিত বিষয়:

আইইবি নারীর ক্ষমতা আইইবির

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top