বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


এলিফ্যান্ট রোড বন্ধ করে দিলো কোটা আন্দোলনকারীরা


প্রকাশিত:
৮ জুলাই ২০২৪ ১৬:২৯

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৮:০৯

ছবি- সংগৃহীত

কোটা বাতিলের দাবিতে রাজধানীর এলিফ্যান্ট রোড বন্ধ করে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়৷

সোমবার (৮ জুলাই) বিকেল ৩টা ৫৫ মিনিটে নিউ মার্কেট থেকে শিক্ষার্থীদের একটি মিছিল এসে জড়ো হয় এলিফ্যান্ট রোডের মুখে৷এতে অংশ নেন ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের দুই শতাধিক শিক্ষার্থী।

আন্দোলনকারীরা এলিফ্যান্ট রোডের মুখে এসেই মানবঢাল তৈরি করে সড়কে যান চলাচল বন্ধ করে দেন৷

শিক্ষার্থীরা মাইকে ঘোষণা দেন, আমাদের যৌক্তিক দাবির জন্য আমরা সড়ক অবরোধ করেছি৷ জরুরি সেবা ছাড়া কোনো যানবাহন আমরা চলতে দেবো না। আমরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবো না। কাউকে ঘটাতেও দেবো না।

এ সময় নিউ মার্কেট থেকে সিটি কলেজ-শাহবাগ, সিটি কলেজ থেকে নিউ মার্কেট-এলিফ্যান্ট রোড-শাহবাগমুখি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top