আড়াই ঘণ্টা পর গুলিস্তান ছাড়লেন জবি শিক্ষার্থীরা
প্রকাশিত:
৮ জুলাই ২০২৪ ১৯:২২
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ২৩:৩৫

সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল ও ২০১৮ সালে জারি করা পরিপত্র বহাল রাখার দাবিতে দ্বিতীয় দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান নিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীর্ঘ আড়াই ঘণ্টা পর গুলিস্তান ছেড়ে ক্যাম্পাসে ফিরে গেছেন তারা।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে গুলিস্তানের অভিমুখে রওনা হলে পুলিশ তাঁতীবাজার মোড়, বংশাল, ফুলবাড়িয়াতে মানব ব্যারিকেট দেয়। সেই ব্যারিকেট ভেঙে বিকেল ৪টায় গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে আড়াই ঘণ্টা অবস্থান নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টার পর গুলিস্তান ত্যাগ করেন তারা।
এদিকে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের ফলে ভোগান্তিতে পড়ে সাধারণ জনগণ।
সম্পর্কিত বিষয়:
কোটা বাতিল গুলিস্তান জিরো পয়েন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বংশাল ফুলবাড়িয়া তাঁতীবাজার পুলিশ
আপনার মূল্যবান মতামত দিন: