বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিয়েছেন হাছান মাহমুদ
প্রকাশিত:
১১ জুলাই ২০২৪ ২০:১৬
আপডেট:
১১ জুলাই ২০২৪ ২০:১৭

ভারতের দিল্লিতে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (১১ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় হাছান মাহমুদকে দিল্লিতে স্বাগত জানিয়ে এক পোস্টে জানায়, হাছান মাহমুদের উপস্থিতি বিমসটেকের সম্মেলনকে সমৃদ্ধ করবে এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করবে।
এদিকে, বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে শুরুর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার এক্স হ্যান্ডেলের পোস্টে লিখেছেন, আজকের আলোচনা বিমসটেক সহযোগিতার প্রতিশ্রুতি সঞ্চার করতে সহায়ক হবে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেইজিং সফর শেষ করে দিল্লি গেছেন হাছান মাহমুদ।
সম্পর্কিত বিষয়:
ভারত দিল্লি বিমসটেক পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন ড. হাছান মাহমু শেখ হাসিনা প্রধানমন্ত্রী বেইজিং
আপনার মূল্যবান মতামত দিন: