‘নির্বাচন বানচাল করতে না পেরে কোটায় ঢুকেছে বিএনপি-জামায়াত’
প্রকাশিত:
১৬ জুলাই ২০২৪ ১৩:৪৬
আপডেট:
১ এপ্রিল ২০২৫ ০২:৩৮

সংসদ নির্বাচন বানচাল করতে না পেরে বিএনপি-জামায়াত কোটা সংস্কার আন্দোলনে ঢুকে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখন কিছু শিক্ষার্থী কোটা সংস্কার নিয়ে আন্দোলন করছে তখন ফায়দা লোটার চেষ্টা করছে বিএনপি-জামায়াত। কোটার আড়ালে তারা সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালানোর সুযোগ হিসেবে নিয়েছে। যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকার স্লোগান তুলছে, কোটা সংস্কার আন্দোলনকারীরা সংবিধান ও আইন মানে না।
‘যারা রাজাকারের পক্ষে শ্লোগান দিয়েছে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে না। কেউ দেশে বিশৃঙ্খলা করলে আওয়ামী লীগ তা বরদাশত করবে না।’-বলেন হাছান মাহমুদ।
কোটার বিষয়ে সরকারের কিছু করার নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোটার বিষয়ে সুপ্রিম কোর্টে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের কিছু করার নেই। সরকার কিছু করলে তা আদালত অবমাননা হবে।
সম্পর্কিত বিষয়:
সংসদ নির্বাচন বিএনপি কোটা আওয়ামী লীগ শেখ হাসিনা পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ শিক্ষার্থী রাজাকার
আপনার মূল্যবান মতামত দিন: