যে স্বপ্ন নিয়ে আবু সাঈদ প্রাণ দিয়েছে তা বাস্তবায়ন করা হবে: ড. ইউনূস
প্রকাশিত:
১০ আগস্ট ২০২৪ ১১:৫৬
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৪৩

যে স্বপ্ন নিয়ে আবু সাঈদ প্রাণ দিয়েছে তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১০ আগস্ট) সকালে রংপুরের পীরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের কবর জিয়ারতের পর সাংবাদিকের এ কথা বলেন তিনি।
ড. ইউনূস বলেন, আবু সাঈদ এক পরিবারের সন্তান নয়, আবু সাঈদ এখন ঘরে ঘরে। যে স্বপ্ন নিয়ে আবু সাঈদ প্রাণ দিয়েছে তা বাস্তবায়ন করা হবে। নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের। আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নই।
এর আগে সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে পীরগঞ্জ যান ড. ইউনূস। এরপর বাবনপুরে আবু সাঈদের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন। এছাড়া সাঈদের পরিবারের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
আপনার মূল্যবান মতামত দিন: