বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


সারা দেশে ৬৩৪ থানার কার্যক্রম চালু


প্রকাশিত:
১৩ আগস্ট ২০২৪ ১৭:৩০

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩১

ফাইল ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশে বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এ অবস্থায় বন্ধ হয়ে যায় থানার কার্যক্রম। পরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে ধীরে ধীরে শুরু হয় বিভিন্ন থানার কার্যক্রম। এখন পর্যন্ত সারা দেশে ৬৩৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) এক বার্তায় এসব তথ্য জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

পুলিশ সদরদপ্তর জানায়, সারা দেশে ৬৩৯টি থানার মধ্যে ৬৩৪ থানার কার্যক্রম শুরু হয়েছে। ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ১১০টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২৪ থানার কার্যক্রম শুরু হয়েছে।

আরও জানানো হয়, পাঁচটি থানা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং প্রয়োজনীয় লজিস্টিকস, আসবাবপত্রসহ সব প্রয়োজনীয় সরঞ্জামাদি ধ্বংসপ্রাপ্ত হওয়ায় থানার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এই পাঁচ থানারও কার্যক্রম শুরু করা সম্ভব হবে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top