ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা
রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন বলে যে খবর প্রচার হচ্ছে তা ভুয়া
প্রকাশিত:
১৫ আগস্ট ২০২৪ ১৩:৫১
আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০৫:৩২

রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন বলে যে খবর প্রচার হচ্ছে, তা ভুয়া বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ কথা জানান।
অধ্যাপক আসিফ নজরুল লেখেন, ‘আমার নাম ব্যবহার করে কিছু অপপ্রচার হচ্ছে। রাষ্ট্রপতি রিজাইন (পদত্যাগ) করেছেন বলে যে খবর আমার ছবি ব্যবহার করে প্রচার হচ্ছে- তা ভুয়া।’
উল্লেখ্য, ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন’- বুধবার (১৪ আগস্ট) রাত থেকে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব ছড়ানো হয়। কিছু কিছু পোস্টে অধ্যাপক আসিফ নজরুলের একটি ভিডিও এডিট করেও প্রচার করা হয়।
অবশেষে বিষয়টি গুজব বলে নিজেই নিশ্চিত করলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
সম্পর্কিত বিষয়:
ভুয়া রাষ্ট্রপতি পদত্যাগ ফেসবুক পোস্ট আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল অন্তর্বর্তী সরকার
আপনার মূল্যবান মতামত দিন: