বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


বাহরাইনের পররাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২৪ ১১:১৪

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৮

ছবি সংগৃহিত

বাহরাইনের পররাষ্ট্র উপমন্ত্রী (আন্ডার সেক্রেটারি ফর পলিটিকাল অ্যাফেয়ার্স) ড. শেখ আব্দুলাহ বিন আহমেদ বিন আব্দুল্লাহ আল খালিফার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডে ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৫০তম কাউন্সিল সেশনের সাইডলাইনে এ বৈঠকের কথা শ‌নিবার (৩১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানায় মানামার বাংলা‌দেশ দূতাবাস।

বাহরাইনের পররাষ্ট্র উপমন্ত্রী বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে ও পররাষ্ট্র উপদেষ্টাকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশ-বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিট এবং ফ্যামিলি ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়সহ দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, ২৯-৩০ আগস্ট ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডে অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৫০তম কাউন্সিল সেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top