সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজ বিচারপতিদের অপসারণের দাবি


প্রকাশিত:
২০ অক্টোবর ২০২৪ ১২:২১

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ১৯:৩৭

ছবি সংগ্রহীত

উচ্চ ও নিম্ন আদালতে দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট সরকারের দোসর বিচারপতিদের অপসারণের দাবি জানিয়েছে বৈষম্য ও গণহত্যা বিরোধী আইনজীবী সমাজ।

রোববার (২০ অক্টোবর) সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়।

এ সময় বিগত সরকারের সমর্থক বিচারপতিদের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিতে থাকেন আইনজীবীরা।

সমাবেশে উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী তৌহিদুল ইসলাম, নূর এরশাদ, অ্যাডভোকেট রেজা, আল আমিন, অ্যাডভোকেট রাসেল প্রমুখ।

আইনজীবীরা বলেন, বছরের পর পর দুর্নীতিবাজ বিচারপতিরা ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে কাজ করেছেন। তাদের উদ্দেশে আমরা বলতে চাই, সময় থাকতে গদি ত্যাগ করুন। আর তা না করলে আপনাদের কীভাবে সরাতে হবে সেটা আমরা জানি। বিচাপতির যে সম্মানিত চেয়ার, সেই চেয়ারকে আপনারা কলঙ্কিত করেছেন। যতদিন পর্যন্ত আপনারা পদত্যাগ না করবেন ততদিন আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top