রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


বৈষম্যবিরোধীদের ডাকে এক টেবিলে ১৭ ছাত্র সংগঠনের নেতারা


প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৪ ০০:১১

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২৩:০৯

ছবি সংগৃহীত

দেশের চলমান অস্থিরতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংঘাত এবং সামগ্রিক নানা সমস্যা নিয়ে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধীদের ডাকে অনুষ্ঠিত এই বৈঠকে এক টেবিলে উপস্থিত হয়েছেন ১৭টি ছাত্র সংগঠনের নেতারা।

সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে রাত ৮টার দিকে বৈঠক শুরু হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত (১০.২০) বৈঠক চলছিল।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত আছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, ঢাবি ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি এসএম ফরহাদ, স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের সভাপতি জামালুদ্দিন মোহাম্মদ খালিদ, ইসলামী শাসনতন্ত্রের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুনতাসির আহমদ, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন নূর ও পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক খায়রুল আহসান মারজান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সেক্রেটারি নাজমুল হাসান, ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড আর সেক্রেটারি সৈকত আরিফ প্রমুখ।

এ ছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ ও মুখপাত্র উমামা ফাতেমা উপস্থিত আছেন।

একাধিক সূত্র জানিয়েছে, সামনের দিনে আওয়ামী লীগের যেকোনো সরকার বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে একসঙ্গে মাঠে নামার প্রত্যয় ব্যক্ত করেছেন ছাত্র নেতারা।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কলেজ ক্যাম্পাস ভাঙচুরসহ শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়াচ্ছেন। এছাড়াও টাকা দিয়ে রাজধানীতে লোক সংগ্রহসহ নানা ইস্যু নিয়ে আলোচনার জন্যই এই আলোচনা সভা ডাকা হয়েছে। এ সভায় মূলত এসব বিষয় নিয়ে আলোচনা হবে বলেও জানা গেছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top