বাংলাদেশিদের নিয়ে শারজাহতে ‘বিজনেস কাউন্সিল’ গঠনের প্রস্তাব
প্রকাশিত:
১৯ ডিসেম্বর ২০২৪ ১১:১৮
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১৩:২৫

শারজাহতে বাংলাদেশি ব্যবসায়ীদের সমন্বয়ে একটি ‘বিজনেস কাউন্সিল’ গঠনের প্রস্তাব করেছে সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান।
বুধবার (১৮ ডিসেম্বর) রাতে দুবাইয়ে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
কনস্যুলেট জেনারেল জানায়, সম্প্রতি শারজাহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আব্দুল্লাহ সুলতান আল ওয়াইজের সঙ্গে সাক্ষাৎ করেছেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান। সাক্ষাৎকালে কনসাল জেনারেল শারজাহ তথা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য, আমদানি-রপ্তানি এবং বিনিয়োগ বিষয়ে আলোচনা করেন। শারজাহ এবং বাংলাদেশের ব্যবসায়ী নেতারা ও ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগের বিষয়েও কনসাল জেনারেল গুরুত্বারোপ করেন।
শারজাহ চেম্বারের চেয়ারম্যান দুই দেশের ব্যবসায়িক নেতা এবং সংগঠনগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও সংযোগ স্থাপনে তার চেম্বারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। শারজাহ বাংলাদেশি ব্যবসায়ীদের সমন্বয়ে একটি ‘বিজনেস কাউন্সিল’ গঠনের সম্ভাব্যতার বিষয়ে কনসাল জেনারেল প্রস্তাব করলে আল ওয়াইজ সে বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কমার্শিয়াল কাউন্সেলর আশীষ কুমার সরকার, শারজাহ চেম্বারের ইন্টারন্যাশনাল রিলেশন্স বিভাগের পরিচালক ফাতেমা খলিফা আল মুকাররবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বৈঠকে উপস্থিত ছিলেন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: